চোখ মেলে সাড়া দিচ্ছেন এরশাদ : জিএম কাদের

জুমবাংলা ডেস্ক: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। খবর ইউএনবি’র।

ফাইল ছবি

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন, তাই আজ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ডাকে চোখ মেলে সাড়া দিচ্ছেন।’

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সবশেষ শারীরিক অবস্থা গণমাধ্যমকে জানান জিএম কাদের।

তিনি আরও বলেন, ‘পল্লীবন্ধুর শরীরের সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনি কতটা কাজ করছে সেটা পরীক্ষা করতে আজ চিকিৎসকরা ডায়ালাইসিস বন্ধ রেখেছেন। তবে, লিভারে বিলোরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে কিছুটা প্লাটিলেট দেয়া হচ্ছে প্রতিদিনই।’

জিএম কাদের বলেন, গতকালের চেয়ে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়নি বরং কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শংকামুক্ত নন।