স্পোর্টস ডেস্ক: লোয়ার ব্যাক ইনজুরির কারণে আইপিএলের বাকি থাকা ম্যাচগুলোর পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। মঙ্গলবার (৫ অক্টোবর) এই তথ্যটি নিশ্চিত করেছে, ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড় ধাক্কা ইংল্যান্ডে। কোমরের চোটের জন্য টিম থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার স্যাম কারান। শনিবার আইপিএলে রাজস্থানের ম্যাচেই তার চোট লেগেছিল।
এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, কারানের স্ক্যানের পর চোটের হাল সম্পর্কে জানা গেছে। তিনি দেশে ফিরে আসার পর আরও একদফা স্ক্যান হবে। রিপোর্ট দেখে মেডিক্যাল টিম তার রিহ্যাব ঠিক করবে।
এদিকে স্যামের চোট লাগায় তার বদলে ইংল্যান্ড টিমে ঢুকলেন ভাই টম কারান। রিজার্ভ টিমে থাকা রিস টপলেও বিশ্বকাপ টিমের সঙ্গে যোগ দেবেন।
প্রসঙ্গত, আগামী ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।