স্পোর্টস ডেস্ক : আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতে করে বিপিএলের এ পর্বে আর মাঠে নামতে পারবেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন চ্যালেঞ্জার্স ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত।
গত বুধবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় পায়ের পেশীতে টান পড়ে রিয়াদের। এরপর ফিজিওর সেবা নিয়ে আবারও ব্যাট করেন তিনি। যদিও পুরো ম্যাচ জুড়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে দেখা যায় তাকে। এ সময় দৌড়িয়ে রান নেয়ার চেয়েও চার-ছক্কাতেই বেশি মনোযোগী ছিলেন রিয়াদ।
পরে ২৮ বলে ৫৯ রান করে আউট হন তিনি।
কিন্তু দল ফিল্ডিংয়ে নামলে আর মাঠে নামতে পারেননি রিয়াদ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে নিজের ইনজুরিটাকে খুব একটা গুরুতর না বললেও দলের পক্ষ থেকে আপাতত ৭২ ঘণ্টার বিশ্রাম দেয়া হয়েছে তাকে।
আর এর ফলেই আগামী দুই ম্যাচে তার চট্টগ্রামের পক্ষে মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। যে কারণে বিপিএলের প্রথম দু ম্যাচেও বাইরে বসে থাকতে হয় তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।