জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সা চুরির অপবাদে দুই শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর ক্ষতস্থান, চোখ, মুখে ও শরীরে লবণ এবং মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে অটোরিক্সা চালক দম্পত্তির বিরুদ্ধে। নির্যাতিত শ্রমিকেরা স্থানীয় সাইটালিয়া বাজার এলাকার ইরেক্টস্ পুলস এন্ড স্টাকচারস্ লিমিটেড কারখানায় চাকরি করে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শ্রমিক আলমগীর হোসেন (২৪) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আছিম উদ্দিনের ছেলে। সে তার মামার বাড়িতে থেকে স্থানীয় সাইটালিয়া বাজার এলাকার এটি কারখানায় চাকরি করেন। অপর যুবক মাইনুদ্দিন সোহেল (২৬) ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রাামের জয়নাল আবেদীনের ছেলে।
অভিযুক্তরা হলেন আবদার গ্রামের ইউছুফ আলীর ছেলে ফাইজ উদ্দিন, তার স্ত্রী লিমা আক্তার, তাদের দুই মেয়ে টুম্পা (২২) এবং প্রমি (১৭)।
বেরোবির শিক্ষক রাব্বানীর বিরুদ্ধে ৩৮ লাখে শিক্ষক নিয়োগের অভিযোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।