কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রশ্নের উত্তর জানার পাশাপাশি বা দৈনন্দিন কাজগুলো সহজ করার সুযোগ থাকায় চ্যাটজিপিটির মতো বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই চ্যাটবটগুলো নিয়মিত ব্যবহার করেন অনেকেই। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এক সতর্কবার্তায় জানিয়েছেন, এআই চ্যাটবট ব্যবহারের সময় সতর্ক না থাকলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
তাই এআই চ্যাটবটের মাধ্যমে কোনো কাজ করার সময় কখনোই সংবেদনশীল কোনো তথ্য জানানো উচিত নয়। এআই চ্যাটবটকে যে সাত তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক।
একান্ত গোপন বিষয়
চ্যাটবটের সঙ্গে শেয়ার করা সব তথ্য সংরক্ষণ করা থাকে, যা ভবিষ্যতে তৃতীয় পক্ষের কাছে প্রকাশিত হতে পারে। তাই একান্ত গোপন কোনো বিষয়ের তথ্য চ্যাটবটকে জানানো উচিত নয়, যা অনলাইনে প্রকাশিত হলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
অনুপযুক্ত আধেয়
বেশির ভাগ চ্যাটবট অশ্লীল বা অনুপযুক্ত বিষয় ফিল্টার করে থাকে। আর তাই অশ্লীল বা অনুপযুক্ত বিষয়ে চ্যটবটগুলোকে শেয়ার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। পাশাপাশি এসব তথ্য ভবিষ্যতে অনলাইনে প্রকাশের আশঙ্কাও রয়েছে।
স্বাস্থ্য পরামর্শ
এআই চ্যাটবট চিকিৎসক নয়। তাই নিজের স্বাস্থ্যের বিভিন্ন তথ্য দিয়ে এআই চ্যাটবটের কাছে স্বাস্থ্যবিষয়ক কোনো পরামর্শ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
গোপন তথ্য
ব্যক্তিগত বা পেশাগত গোপন তথ্য কখনোই চ্যাটবটের কাছে শেয়ার করা উচিত নয়। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
পাসওয়ার্ড
ব্যক্তিগত বা পেশাগত কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডের বিষয়ে চ্যাটবটের কাছে তথ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এসব তথ্য প্রকাশিত হলে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।