প্রযুক্তির দুনিয়ায় এখন সবথেকে বেশি আলোচনা করা হচ্ছে চ্যাট জিপিটিকে নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভিত্তি করে তৈরি করা এই বিশেষ চ্যাটবট পৃথিবী জুড়ে বিস্ময় তৈরি করেছে। আজ এটির ফাংশন এবং কেনো অন্য এআই থেকে এটি বেটার তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
দৈনন্দিন জীবনের ডকুমেন্ট ভিত্তিক অনেক কাজ এ বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে দিয়ে করানো সম্ভব। আপনার মনে তৈরি হওয়া অনেক প্রশ্নের উত্তর চ্যাটজিপিটি দিয়ে দিতে পারবে।
ওপেন এআই এ বিশেষ চ্যাটবটকে ডিজাইন ও ডেভেলপ করেছে। এটি নভেম্বরে রিলিজ করা হয়েছিল এবং দিনে দিনে এটির সক্ষমতা আরো বৃদ্ধি করা হচ্ছে।
চ্যাট জিপিটি যেন ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে সে বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এই সফটওয়্যার এর সক্ষমতা এত বেশি যে আপনার জন্য দুর্দান্ত একটি কবিতা লিখে দিতেও সক্ষম।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জরিপে দেখা যায় যে, ৭২ শতাংশ উত্তরদাতা মনে করেন ওপেন এআই দ্বারা ডেভেলপ করা চ্যাটবটটি গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। তবে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে।
শব্দ, বাক্য, আর্টিকেল, ডায়ালগ, গল্প ,কবিতা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে পারে চ্যাটে জিপিটি। এটি মূলত টেক্সট ভিত্তিতে এআই। অর্থাৎ আপনি ডকুমেন্ট ফাইল বা ছবি অথবা ভিডিও শেয়ার করতে পারবেন না।
আপনি এ চ্যাটবটকে যেভাবে নির্দেশনা দিবেন এটি অক্ষর অক্ষরে পালন করতে সক্ষম। আপনার করা প্রশ্ন বুঝতে এবং আপনার দেয়া নির্দেশনা অনুধাবন করতে এ প্রোগ্রামটি খুব সামান্য সময় নেয়।
খুব দ্রুত গতিতে একুরেট উত্তর দেওয়ার সক্ষমতা রাখে চ্যাট জিপিটি। এ প্রোগ্রামে ডিপ লার্নিং মডেল অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে কোন মিসটেক হলে তা পরবর্তী সময়ে সংশোধন করার উপায় তৈরি হয়।
চ্যাট জিপিটি একাধিক ভাষায় কাজ করতে সক্ষম এবং এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেশন করার কাজও করতে পারে। এটির আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে প্রোগ্রামটিকে শুরু থেকেই পুরোপুরি তৈরি করা হয়েছে বিধায় নির্দিষ্ট টাস্ক বাস্তবায়ন করতে সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।