আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হিসেবে চ্যাট জিপিটি সারা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ তার দৈনন্দিন জীবনের তথ্য সম্পর্কিত অনেক কাজ চ্যাট জিপিটির মাধ্যমে আদায় করে নিচ্ছে। তবে আপনি শুনে অবাক হবেন যে, সাইকেলের মধ্যেও চ্যাট জিপিটি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা সফল হয়েছে।
ইলেকট্রিক সাইকেল সম্পর্কে কোন কিছু জানতে চাইলে এই চ্যাটবট আপনাকে সহায়তা করবে। আপনি সাইকেলটির ফিচার এবং সুবিধা সম্পর্কে তথ্য পেতে পারেন। ওপেন এআই যে চ্যাটবট তৈরি করেছে তার ফিচারের পরিসীমা বিস্তৃত হচ্ছে।
এই ইলেকট্রিক সাইকেলে আরও অনেক কানেক্টিভিটি ফিচার্স রয়েছে। যেখানে আপনি আপনার তথ্য সেভ করে রাখতে পারবেন। এতে অ্যাপল হেলথও কানেক্ট করা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সাইকেলটি নিরাপদ রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট লকও করে রাখতে পারবেন। যাতে কেউ এটির অ্যাক্সেস না পায়।
সাইকেল ছাড়াও আপনি যা খুশি প্রশ্ন করতে পারেন এই ইলেকট্রিক সাইকেলে। আমরা সকলেই জানিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় সাড়া ফেলেছে চ্যাটজিপিটি। স্মার্টফোন, ডেস্কটপ এমনকি চার চাকাতে যোগ হলেও সাইকেলে আজ পর্যন্ত কেউ এই পরীক্ষা করে দেখেনি। তাই বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসাবে এমন উদ্ভাবন করল আরটোপিয়া।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট-এর পাশাপাশি সাইকেলে রয়েছে একটি ডিসপ্লে। যেখানে মিলবে জিপিএস অর্থাৎ নেভিগেশনের সুবিধা। এই সাইকেলের নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই চ্যাটবটকেই সাইকেলের সম্পর্কে একাধিক প্রশ্ন করতে পারেন। যেমন ফ্ল্যাট টায়ার কীভাবে পরিবর্তন করবেন? অথবা নিকটবর্তী দোকানে নিয়ে চলো যেখানে এই কাজ করা হয়।
চ্যাটজিপিটি প্রযুক্তি সাইকেলে যোগ করে তাক লাগিয়ে দিয়েছে এই সংস্থাটি। শুধু তাই নয়, এই সাইকেলে আপনি পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক। যা সাধারণ মোবাইলে পেয়ে থাকি আমরা। তবে সাইকেলটির দাম এখনও জানা যায়নি। আধুনিক ফিচার সমৃদ্ধ সাইকেল বাজারে আসছে ও ভবিষ্যৎ এ তাক লাগানো আরও ফিচার দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।