দীর্ঘ ১২ বছরের অপেক্ষা ফুরোলো ভারতের জন্য। আরও খানিকটা স্পষ্ট করলে বলা চলে নিউজিল্যান্ডের কাছে দুই ফাইনাল হারের শোধ তুলল টিম ইন্ডিয়া। জুলাই মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জেতার পর মার্চেই ভারতের ঘরে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।
রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতহ ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। টানা তিনবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। সবমিলিয়ে টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতই এখন সবচেয়ে সফল দল।
টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার দিনে চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত। পূর্ব ঘোষণা অনুযায়ী, মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল, এবার বাড়বে প্রাইজমানির পরিমাণ। এবারের আগে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ৮ বছর পরের আসরে আইসিসি প্রাইজমানি বাড়িয়েছে ৫৩ শতাংশ।
সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, দুই দলের জন্যই ছিল ৫ লাখ ৬০ হাজার ডলারের প্রাইজমানি। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।
POCO M7 5G : মিড-বাজেটের এই ফোনো রয়েছে 5,160mAh ব্যাটারি এবং 50MP Sony Camera
বাংলাদেশ এবারের আসর শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। তাদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর ‘বি’ গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ৬ষ্ঠ স্থানের জন্য আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।