‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি’, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনটাই বলেছিলেন। মাঠের পারফরম্যান্সে অবশ্য তার কিছুই দেখা গেল না। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে শান্তর বলা সেই কথায় কোনো ভুল দেখছেন না মোহাম্মদ সালাউদ্দিন।
পাকিস্তান ম্যাচের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ। সেখানে আক্ষেপ করে জানিয়েছেন, দল খারাপ খেললেও কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স হওয়ার আশা নিয়েই খেলতে যায় দল। এমনটাই প্রত্যাশা থাকা উচিত বলেও মনে করেন তিনি।
সালাউদ্দিন বলছিলেন, ‘যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কী বলব? আমি অংশ নিতে এসেছি এই কথা বলব? সে (শান্ত) লিডার, অধিনায়ক। সে যদি স্বপ্ন না দেখে আমরা কীভাবে দেখবে? আমিও বলব চ্যাম্পিয়ন হতে এসেছি। পারি বা না পারি। আমি কি বলব অংশগ্রহণ করতে এসেছি?’
‘ওয়ানডেতে হয়ত আমরা ভালো দল ছিলাম। আমি এখনও বলব না আমাদের এটার ভবিষ্যৎ নাই। দুই দিনই আমরা ৩০ মিনিট করে খারাপ খেলে ম্যাচ থেকে ছিটকে গেছি। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় প্রথম ম্যাচে জাকের (আলী অনিক) এবং তাওহিদ (হৃদয়) দেখিয়েছে। (নাজমুল হোসেন) শান্ত এবং জাকেরও ভালো খেলেছে। আমরা হয়ত ৫০ রান পিছিয়ে ছিলাম। সেই ৫০ রান করার মত অবস্থাতেও আমরা ছিলাম। এসব জায়গায় দেখতে হবে কীভাবে উন্নতি করা যায়।’-যোগ করেন তিনি।
প্রস্তুতি প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘এই টুর্নামেন্টের আগে ৫ দল অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। ত্রিদেশীয় সিরিজ হয়েছে পাকিস্তানে, ভারত-ইংল্যান্ড সিরিজ খেলেছে। আমরা কিন্তু তা পারিনি। বিপিএলের ২ দিন পর ফ্লাই করতে হয়েছে। প্ল্যানের জন্য আসলে প্লেয়ার না শুধু, ম্যানেজমেন্টকেও চিন্তা করতে হবে। সবকিছুর সমন্বয়ে পারফরম্যান্স আসতে পারে। সবকিছু বসে গুছিয়ে পরিকল্পনা করে এগোতে পারলে আমাদের জন্য ভালো হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।