স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরুতে যদি বলা হতো শ্রীলংকা চ্যাম্পিয়ন হবে, তাহলে হয়তো তা কারও পক্ষেই বিশ্বাস করা কঠিন হতো। কিন্তু তারুণ্যে ভরা সেই শ্রীলংকাই এখন এশিয়ার সেরা। রোববার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলংকা।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভানুকা রাজাপাকসে। অল্প রানেই পাঁচ উইকেট পড়ে যাওয়ার কী ভাবছিলেন- এমন প্রশ্নে রাজাপাকসে বলেন, ব্যাপারটা খুব সহজ ছিল না। তারা (পাকিস্তান) খুব ভালো বল করছিল। ওয়ানিন্দু ও আমার খুব ভালো একটা পরিকল্পনা ছিল। শ্রীলংকা টিমের ধরনটাই পজিটিভ এবং প্রেসার না নেওয়া। এটাই আমাদের রান করতে সাহায্য করে।
কে বেশি আক্রমণাত্মক হবেন, তা কি আলোচনা করেছিলেন- এমন প্রশ্নে তিনি বলেন, যখন ইফতেখার বল করছিল তখন ওয়ানিন্দু আক্রমণাত্মক হতে চাইছিল। কিন্তু সৌভাগ্যবশত আমরা দুজনই রান পাচ্ছিলাম।
খেলা নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে রাজাপাকসে বলেন, পাকিস্তান খুবই ভালো দল, তাই আমাকে আজ পরিকল্পনা পাল্টাতে হয়েছে। বেশি সময় ক্রিজে ব্যয় করতে হয়েছে।
কত রান করার লক্ষ্য ছিল- এমন প্রশ্নে তিনি বলেন, ড্রিংস বিরতির সময় যখন ক্রিস এসেছিল, আমি বলেছিলাম, এই পিচে ১৪০ রানের মতো হবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত টিকেছিলাম এবং কত রানের লক্ষ্য দিতে পেরেছিলাম, তা তো দেখতেই পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।