জুমবাংলা ডেস্ক : কথা কাটাকাটির একপর্যায়ে যুবকের দিকে আঙুল তোলেন বয়স্ক ব্যক্তি। সেই ঘটনার জেরে ওই ব্যক্তির আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার পর চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
ভারতের মধ্যপ্রদেশের শেওপুরে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শ্যাম মাহোরের অভিযোগ, আসগর খান নামে ওই যুবক তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন। এরপর ‘দাঁত দিয়ে সেই কাটা আঙুল চিবিয়ে গিলেও ফেলেন। আঙুলটি পেলে হয়তো সেটি অপারেশন করে আবার লাগাতে পারতাম বলে আক্ষেপ করেন শ্যাম।
পুলিশ বলছে, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় বাইকে চড়ে যাচ্ছিলেন শ্যাম ও তার ছেলে মহাবীর। সংকীর্ণ রাস্তায় তাদের বাইকের সঙ্গে ধাক্কা লাগে ২৪ বছরের আসগরের স্কুটারের। দুটি গাড়িরই গতি কম থাকায় কেউ আহত হননি। তার পরেও ঝগড়া বেঁধে যায়। শ্যামের ছেলের ওপর আসগর চড়াও হলে প্রতিবাদ জানান শ্যাম। আসগরের দিকে আঙুল তুলে তিনি বলেন, বুঝে-শুনে কথা বলো।
নিজের দিকে আঙুলটি উঠেছে দেখে সঙ্গে সঙ্গে আসগর তাতে কামড় বসান বলে অভিযোগ উঠেছে। যন্ত্রণায় চিত্কার করে ওঠেন শ্যাম। তবে অভিযোগ উঠেছে, আঙুলটি ছিঁড়ে নিয়ে চিবিয়ে গিলে ফেলেন আসগর।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। আসগরের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।