আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের চোখকে ফাঁকি দিতেই অভিনব এই পদ্ধতির আশ্রয় নেয়া হয়েছিল। প্লাস্টিকের পেনিসে লুকিয়ে করা হচ্ছিল মাদক পাচার!
ধরা পড়ার পর পুলিশ সেই পেনিসের পেট কাটল। তখন একে একে বেরিয়ে এল কোকেনের ছোট ছোট কন্টেইনার। দুই একটি নয়, এক একটা পেনিসের আড়ালে ১০টি করে কন্টেইনার। এতে পুলিশের চক্ষু চড়কগাছ!
ঘটনাটি আর্জেন্টিনায় ঘটেছে। দেশটির পুলিশের হাতে মাদক পাচারকারীদের একটি বড় চক্র ধরা পড়েছে। এতে বেরিয়ে আসে মাদকপাচারের নেপথ্যে এক পেরুভিয়ান দম্পতির নাম।
এদিকে অভিনব এ পদ্ধতিতে কোকেন পাচারের সেই ভিডিও আর্জেন্টিনার পুলিশ প্রকাশ করেছে। এতে পরিষ্কার দেখা যাচ্ছে, কীভাবে নকল পেনিসের আড়ালে লুকিয়ে কোকেন পাচার হচ্ছিল।
পুলিশ জানায়, ওই দম্পতি বাড়িতে বসেই এতদিন বেআইনি কোকেন কারবার করতেন। গড়ে তোলেন বিরাট একটি চক্র। ওই চক্রের সদস্যদের জেরার পর পেরুভিয়ান দম্পতিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।