জুমবাংলা ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে ছোটবেলায় ক্রিকেট খেলা এবং তার বলে ছক্কা মেরে তক্তা বানিয়ে দেওয়ার দাবি করেছেন অভিনেতা জায়েদ খান।
গতরাতে একটি ভিডিওতে এমন দাবি করেন তিনি।
ভিডিওটিতে দেখা গেছে, সাকিব একটি সুইমিং পুলের পাশে বসে মোবাইলে স্ক্রোলিং করে কি যেন দেখছেন। এমন সময় হাজির জায়েদ খান। এরপর যা আলাপ হলো তাদের মধ্যে-
জায়েদ খান: হ্যালো ভাই। ভাই চিনছেন আমারে।
সাকিব: না।
জায়েদ খান: আরে ছোটবেলায় গলিতেগলিতে কত ক্রিকেট খেলেছি এক সঙ্গে। আপনার বলে ছক্কা মেরে তক্তা বানায় দিছি।
সাকিব: কবে?
জায়েদ খান: হুম। আপনি ভুলে গেছেন। সেজন্য তো নগদও তো আপনাকে ভুলে গেছে। ঈদে নগদ জমি দিতাছে, গাড়ি দিতাছে। আরও নাকি ২০ কোটি টাকার গিফ্ট দিতাছে। এতো বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়া দিলো। অসুবিধা নাই ভাই। আমিও এই সুবিধা থেকে বাদ। বাদে বাদে ভাই ভাই। আয়েন হাত মিলাই ভাই।
এসময় সাকিব রাগান্বিত দৃষ্টিতে তাকালে জায়েদ খান বলেন, ‘ও বেশি বলে ফেললাম মনে হচ্ছে। ভাই, এসব নগদ সগদ বাদ দেন তো। আমার অ্যাপে চলে আসেন ভাই।’
একথা বলার সাথে সাথে কাকের কন্ঠ শোনা যায় এবং সাকিব চলে যেতে চাইলে জায়েদ খান তাকে আটকিয়ে দিয়ে নিজের ফোন বের করে বলেন, ‘ভাই, ভাই চলেই তো যাবেন। আসেন একটা সেলফি তুলি। গোল্ডের ফোন থেকে।’
সাকিব ফোনটি হাতে নেন এবং সেলফি তুলে কোনও কিছু বুঝে উঠার আগে গোল্ডের ফোনটি সুইমিং পুলে ফেলে দিয়ে সরি বলেন।
এসময় ‘ওরে আমার সোনার ফোন’ বলে জায়েদ খান সুইমিং পুলে ঝাপ দেয়। তখন সাকিব বলে উঠে, ‘ ‘ভাই আপনার ফোন ওখানে না তো। ও ভাইয়া, এখানে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।