বিনোদন ডেস্ক : গ্ল্যামারের জগতে সাফল্য পেয়েছেন। এবার ক্রিকেটের দুনিয়ার তারকা হতে চান ক্যাটরিনা কইফ! রবিবাসরীয় বিকেলে রণক্ষেত্র হয়ে উঠেছে বাইশ গজ। ICC Men’s T20 World Cup Series এ সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। এদিন ম্যাচ প্রভিউয়ের সময় নিজের আপকামিং সিনেমা Phone Bhoot এর প্রোমোশন করতে স্টুডিওতে পৌঁছেছিলেন ক্যাটরিনা কইফ। তাঁর সঙ্গে ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদি এবং ঈশান খট্টর। এদিন ক্যাটরিনার সঙ্গে ক্রিকেট খেলার আবেদন করেছিলেন হরভজন সিং। ব্যাট হাতে ক্রিজে নেমে পড়েন ক্যাট। তাঁর জন্য আনানো হয় বিশেষ বল। প্রথম বলটি অভিনেত্রী মিস করে বলেন, “এটা ওয়াইড বল।” এরপর আবারও বল ছোড়েন ভাজ্জি। এরপর ক্যাটের ব্যাট স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। পরপর চার হাঁকাতে থাকেন তিনি। সঞ্চালক সহ পাশে দাঁড়িয়ে থাকা সতীর্থরাও অভিনেত্রীর জন্য চিয়ার করতে থাকেন। হরভজন সিংয়ের শেষ বলে ছক্কা হাঁকান ক্যাটরিনা।
অভিনেত্রীকে ক্রিকেট খেলতে দেখে খুশি তাঁর ভক্তরা। কেউ লিখলেন, “সো কিউট!” কেউ লেখেন, “ভারী মিষ্টি লাগছে ক্যাটকে।” কারও মন্তব্য, “ক্যাটরিনা কইফ বলিউডের সবচেয়ে মিষ্টি অভিনেত্রী।” ভিকি ঘরণীর এই অন্দাজ অনেককে মুগ্ধ করেছে ঠিকই। তবে অনেকে তাঁকে ট্রোলও করেছেন। এক নেটিজেন লেখেন, “এই কারণেই আজ ভারত হারল।” হরভজন সিংকেও অনেকে ট্রোল করেন এদিন। এক টুইটার ইউজারের কথায়, “বলি অভিনেত্রীর কাছে হেরে গেলেন?”
উল্লেখ্য, ২০২১ সালে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কইফ। তারপর বিয়ের জন্য ছোট একটা ব্রেক নেন। এ বছর পর্দায় ফিরছেন ফোন ভূতের হাত ধরে। ছবিতে কিন্তু পেত্নীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। এই সিনেমার শুরুতেই দেখা যায় ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে।
ছবির চিত্রনাট্য অনুযায়ী, আচমকা তাঁরা ভূতেদের দেখার ক্ষমতা পেয়ে যাবেন। এরপর একদিন হঠাৎ করেই তাঁদের বাড়িতে হাজির হন পেত্নী ক্যাটরিনা। এক চমৎকার বিজনেস আইডিয়া দেন ঈশান এবং সিদ্ধান্তকে। পরিবর্তে তাঁকে মুক্তি দিতে হবে অভিনেতাদের। এটাই শর্ত। কী হবে এরপর? তা জানা যাবে আগামী ৪ নভেম্বর।
বর্তমানে এই ছবির প্রোমোশনে মন দিয়েছেন Katrina Kaif। The Kapil Sharma Show -তেও ছবির প্রোমোশন করেন তিনি। এমনকী নিজের বেডরুমে ভিকিকে ভয় দেখিয়েও ছবির প্রোমোশন করেছেন ক্যাট। সেই ভিডিয়োও নজর কেড়েছে নেটিজেনদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।