বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের এই সময়ে সবাই কমবেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া মানেই অসংখ্য ছবি। অনেক ছবিতে থাকা লেখা মনে ধরে। আবার বিভিন্ন প্রয়োজনে প্রিন্ট করা লেখাকে টেক্সটে বদলাতে হয়। কিন্তু ছবি থেকে টেক্সট কপি করার উপায় অনেকেই জানেন না।
ছবির টেক্সট কপি করতে কয়েকটি উপায় আছে। অ্যান্ড্রয়েড ফোনে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ’ নামে একটি বিশেষ ফিচার আছে। অনেকেই এই ফিচারটি সম্পর্কে জানেন না। এই ফিচারের সাহায্যে চট করেই কোনো বই বা কাগজের ছবি তুলে তার টেক্সট একটা ডকুমেন্টে পেস্ট করা যায়। ক্যামেরা অ্যাপের ক্যামেরা রোল থেকে কাজটি সম্ভব। গুগল লেন্সের সাহায্যে কোনো ছবির টেক্সট অ্যান্ড্রয়েড ফোনে কপি করা যায়।
ছবিকে টেক্সট করার কয়েকটি উপায়
- প্রথমেই আপনার ফোনের গ্যালারিতে যান। একটি ছবি সিলেক্ট করুন, যার টেক্সট আপনি কপি করতে চান।
- এবার গুগল লেন্স আইকনে ট্যাপ করুন।
- এখানেই টেক্সট অপশনে ট্যাপ করতে পারবেন এবং প্রয়োজনীয় অংশ সিলেক্ট করতে পারবেন।
- এবার কপি টেক্সট অপশনে ক্লিক করলে আপনার ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে।
- ফোনের গ্যালারিতে যদি ইন-বিল্ট লেন্স না থাকে, তাহলে গুগল ফটোজ থেকে টেক্সট কপি করতে পারবেন।
- প্রথমে গুগল ফটোজ অপশনে যেতে হবে।
- যে ছবির টেক্সট কপি করতে চান, সেটি সিলেক্ট করুন।
- স্ক্রিনের নিচে থাকা লেন্স অপশন ট্যাপ করুন।
- এরপর টেক্সট অপশনে ট্যাপ করুন। যে টেক্সট আপনি কপি করতে চান, তা সিলেক্ট করুন।
- এরপর কপি টেক্সট করলে পেয়ে যাবেন প্রয়োজনীয় লেখা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।