ছবিটি সাদা-কালো না রঙিন?

জুমবাংলা ডেস্ক : দৃষ্টিবিভ্রম ঘটায় এ রকম ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ছবির রহস্যে মেতে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি এ রকমই একটি ছবি প্রকাশিত হয়েছে নেটদুনিয়ায়। তার পরই সেই ছবি সাদা-কালো না রঙিন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

কিছুদিন আগে ‘লিওনেল পেজ’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ছবিটি। তার পর ১৮ হাজারেরও বেশি রিটুইটের পাশাপাশি লাইক কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে পোস্টটি। ছবিটি পোস্ট করে সিডনির ওই অর্থনীতিবিদ লিখেছেন, ‘এটা একটা সাদা কালো ছবি। শুধু ছবির উপর থাকা লাইনগুলি রঙিন।’

আর এই রঙিন লাইনগুলির জন্যই সাদাকালো ছবিটিকেও রঙিন দেখাচ্ছে। আসলে রঙিন লাইনগুলি ছবির উপরে থাকায় আমাদের মস্তিষ্ক সেটাই প্রথমে দেখছে। সে জন্যই গোটা ছবিকে রঙিন মনে হচ্ছে।