বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরা সাতজন মেয়ে।হাস্যজ্জল অবস্থায় দাঁড়িয়ে আছে সবাই। তবে খুব কম মানুষ ধরতে পেরেছেন। এ ছবিতেই আছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি।
হঠাৎ করে তার এই ছবি পোস্ট করার ঠিক কী কারণ, তাও তিনি ক্যাপশনে বলে দিয়েছেন। তিনি লেখেন, ‘যেসব শিক্ষার্থী করোনার জন্য স্কুল যেতে পারছে না, তাদের জন্য আসলে আমার খুবই খারাপ লাগছে।
খারাপ লাগছে এটা ভেবে, এখন তো তাদের বয়স ছিল বন্ধুদের সঙ্গে কথা বলবে, আড্ডা দেবে, হইচই করে দিন পার করবে। কিন্তু তারা তা পারছে না। সবদিক দিয়েই বঞ্চিত হচ্ছে এই শিশুরা। একদিকে পড়াশোনা, অন্যদিকে শরীরচর্চা থেকেও বঞ্চিত হচ্ছে এই শিশুরা।এই মুহূর্তে এটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তা ঠিকঠাক হচ্ছে না, করোনার এই ভয়াবহ প্রভাবের জন্য।’
তবে ভক্তরা ঠিক ধরতে পারেননি আসলে ছবিতে শিল্পা শেঠি কোনটা। তাই এই অভিনেত্রীই বলে দিলেন তিনি ওপরের সারিতে থাকা তিন ছাত্রীর মধ্যে মধ্যের একজন। সাদা ধবধবে পোশাক পরে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা এই তরুণীই আজকের শিল্পা শেঠি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.