—জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীতে প্রকাশ্যে এক তরুণীকে যৌন হয়রানী করার ছবি ভাইরালের পর গ্রেপ্তার হওয়া কিশোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে ভাইরাল হওয়া ছবিতে যে তরুণীকে দেখা গেছে তার অভিযোগে নয়, প্রতিপক্ষের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাজ্জাদ হোসেন বাবলু নামের ওই কিশোরকে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ডবলমুরিং এলাকা থেকে সাজ্জাদ হোসেন বাবলুকে গ্রেপ্তার করে সদরঘাট পুলিশ। ওই কিশোর নগরীর টং ফকির মাজার এলাকার মো. সালেহ আহমদের ছেলে।
নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী বুধবার জানান, যৌন হয়রানির অভিযোগে অন্য এক নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারার মামলায় কিশোর বাবলুকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ডের আবেদন করা হয়নি।
তিনি জানান, ছালেহ আহমেদের পারিবারিক প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের স্ত্রী বাদি হয়ে বাবলুর বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেছেন, বাবলু তাকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করেছেন।
জানা গেছে, গত ১৯ আগস্ট ছালেহ আহমেদের পরিবারের সঙ্গে প্রতিবেশি আব্দুর রাজ্জাক বেইঙ্গ্যার পরিবারের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ওই কিশোর নিজের মা ও বোনের সামনেই প্রকাশ্য দিবালোকে নিজের প্যান্ট খুলে প্রতিবেশী এক তরুণীকে যৌন হেনস্তা করে। পরে এ ঘটনার কিছু ছবি মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি ওঠে। তবে পুলিশ আটকের পরও বাবলুর বিরুদ্ধে ওই নারী কোনো অভিযোগ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।