জুমবাংলা ডেস্ক : নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সবার মত বদলে দিয়েছে মুসলিমদের জীবন৷ ভিন্ন আমেজে তারা পালন করছেন রমজান৷ কিছু খণ্ড চিত্র দেখুন ছবিঘরে৷
সৌদি আরব
আগে এ সময়টায় মক্কায় ছিল মুসল্লিদের ভিড়৷ রমজানের শুরুতে এবার সেখানে হাতে গোণা কয়েকজন মানুষ দেখা গেছে, যাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী৷
শ্রীলঙ্কা
মালওয়ানাতে এই শ্রীলঙ্কান পরিবারটির সদস্যরা ইফতার করতে বসেছেন৷ এখনো সময় হয়নি, তাই খাবার সাজিয়ে বসেছেন৷ ইফতারের আগে প্রার্থনা করছেন৷
ইসরায়েল
ইসরায়েলের নাগরিকরা নিরাপদ দূরত্বে থাকার বিষয়টি খুব গুরত্ব দিচ্ছেন৷ যেমন, এই মুসলিম নাগরিকরা জাফা বিচ এলাকায় একটি পার্কিং গ্যারাজে মিলিত হয়েছেন প্রার্থনা করবার জন্য৷ পার্কিংয়ের দাগগুলো তাদের দূরত্ব বজায় রাখতে সহযোগিতা করছে৷
ইন্দোনেশিয়া
রাজধানী জাকার্তায় ইমাম বামবাং সুপ্রিয়ান্তো মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মুসল্লিদের কাছে পৌঁছাচ্ছেন৷ সুন্দা কেলাপা মসজিদে সুপ্রিয়ান্তো কোরআন তেলাওয়াত করছেন এবং তা লাইভ স্ট্রিমিং করছেন৷ শুধু তাই নয়, এ সময় মাস্ক পরে তিনি একটি দৃষ্টান্তও তৈরি করছেন৷
যুক্তরাষ্ট্র
মিশিগানের ডিয়ারবর্ন কমিউনিটি সেন্টারে মসজিদ আল-সালামের সামনে লেখা ‘রামাদান কারিম’৷ রমজানের শুরুতে সেন্টারের কর্মীরা এই অক্ষরগুলো এখানে বসান৷
শ্রীলঙ্কা
মসজিদে যাওয়া মানা, তাই বলে কি বন্ধ থাকবে উপাসনা? আবারো শ্রীলঙ্কার ছবি৷ কলম্বোর একটি ছাদে কার্পেট বিছিয়ে বসে থাকা এই বালক অপেক্ষায় রয়েছে ইফতারের৷
জার্মানি
ইমাম বেনিয়ামিন ইদরিস স্মার্টফোনে কোরআন পড়ে রেকর্ড করছেন৷ পরে তা ইন্টারনেটে আপলোড করবেন৷ বাভেরিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে তাঁর এই ছবি৷ সূত্র : ডয়েচে ভেলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।