গত ছয় ঘণ্টায় নিকলিতে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাংবাদিকদের জানান, একই সময়ে রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৬ মিলিমিটার।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী দিনগুলোর (১৬-১৮ সেপ্টেম্বর) পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে, তবে বুধবারের জন্য তা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করবে।
আবহাওয়াবিদরা সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং স্থানীয় জলাবদ্ধতার সম্ভাবনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।