জুমবাংলা ডেস্ক : এবার বাবার ইচ্ছাপূরণ করতে মাত্র ৬ মাসে পবিত্র গ্রন্থ আল-কুরআন হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছে ৯ বছরের বয়সী শিক্ষার্থী মো. হোসাইন আহমেদ। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।
তার এ অর্জনে মাদরাসা কর্তৃপক্ষ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে পাগড়ি প্রদান করে। হাফেজ মো. রিফাত হোসেন জানান, হোসাইন আহমেদ খুবই মেধাবী ও উদ্যমী। মাত্র এক বছর হয়েছে সে মাদরাসায় ভর্তি হয়েছে। এরই মধ্যে কায়দা, আমপারা সম্পূর্ণ করে ৬ মাসেই কুরআনের হিফজ সম্পূর্ণ করেছে।
এদিকে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল জব্বার জানান, গত এক বছর আগেও হোসাইন, বড়কান্দা আইডিয়াল স্কুল থেকে দ্বিতীয় শ্রেণিতে ‘গোমতী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে তার বাবার স্বপ্ন ও ইচ্ছাপূরণে তাকে মাদরাসায় শিক্ষা পাঠদানে পাঠানো হয়।
বাবা জানান, ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল তার, তাই স্কুল থেকে মাদরাসায় দিয়েছেন কোরআন পড়ার জন্য। মাত্র ৬ মাসে বাবার স্বপ্ন পূরণ করেছে সে। তার এ অর্জনে পুরো পরিবার আনন্দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।