জুমবাংলা ডেস্ক: রংপুরে এক নিভৃত পল্লীতে ছাগলে পাটক্ষেত খাওয়ার ঘটনায় নিবারণ রায় (৪৫) নামে এক কৃষককে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে গঙ্গাচড়া উপজেলার আংশিক খলেয়া ইউনিয়নের ঠাকুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিবারণ রায় ওই এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই এলাকায় একটি জমিতে পাটক্ষেত রয়েছে। সেই পাটক্ষেতে ঢুকে পড়ে নিবারণ রায়ের ছাগল। কৃষ্ণ রায়ের স্ত্রী কল্পনা রাণী ছাগল ক্ষেতে দেখে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে কল্পনা রাণী বাড়ি থেকে তার স্বামী কৃষ্ণকেও ডেকে আনেন। পরে কেয়ার টেকার কৃষ্ণ ধারালো অস্ত্র দিয়ে নিবারণের ছেলে সন্তোষকে হাতে কোপ দেয় এবং সেখানে থাকা কৃষক নিবারণকে মাটিতে ফেলে গলাটিপে ধরেন। একপর্যায়ে নিবারণের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কৃষ্ণ ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক রয়েছে। মামলা দায়েরের হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।