ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

জুমবাংলা ডেস্ক : নড়াইলে ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়ছে। নির্যাতনের এক মিনিটের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিশু হলো, উপজেলার পদ্দবিলা গ্রামের আসাদের ছেলে আজিজুর (১৩) এবং সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামের জহুর শেখের স্ত্রী দোলেনা বেগমের দুটি ছাগল আজিজুর ও জয় চুরি করে পালানোর চেষ্টা করছিল, এমন অভিযোগের ভিত্তিতে ওই দুই শিশুকে গাছের সাথে বেঁধে ওই পরিবারসহ স্থানীয় লোকজন বেধড়ক মারধর করে। পরে চুরির অভিযোগে তাদের পুলিশে দেয়া হয়।

পরদিন বুধবার ওই দুই শিশুর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকায় লোহাগড়া থানা পুলিশ তাদের অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়। এরপর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শিশু আজিজুরের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী আজিজুরের বাবা বলেন, ‘আমার ছেলেকে বিনা অপরাধে ওরা গাছের সাথে বেঁধে মেরেছে। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই।’

শিশু আজিজুর কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলে, ‘আমি ছাগল চুরি করি নাই। তারপরও ওরা আমাকে এবং জয়কে গাছের সাথে বেঁধে অনেক মারছে।’

অপর শিশু জয় বলে, ‘আমাকে মেরে হাতের আঙুল ভেঙে দিছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু আজিজুরের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর শিশুসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।