বিনোদন ডেস্ক: অনেক জল্পনা-কল্পনা আর বিরোধিতার পেরিয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেলো বলিউডের ছবি ‘পাঠান’। ছবিটি দেশের মুক্তির বিষয়ে আর কোনও বাধা রইলো না।
বৃহস্পতিবার (৪ মে) ছবিটি দেখার পর ছাড়পত্রের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
মামুন বলেন, ‘আজই ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে মুক্তি পাচ্ছে ছবিটি।’
বলা প্রয়োজন, বহু বছর দেশে হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল। তবে অনন্য মামুনের আবেদনের প্রেক্ষিতে ফের বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন, তথ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। এবং সবশেষে গত ১১ এপ্রিল সরকার ঘোষণা দেয় যে, আগামী দুই বছরে উপমহাদেশের ২০টি ছবি আমদানি করা যাবে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো- আমদানিকৃত ছবি ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না।
সে কারণে ‘পাঠান’র মুক্তি ঈদের দুই সপ্তাহ পর ৫ মে নির্ধারণ করেন অনন্য মামুন। তবে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো দর্শক সাড়া পাচ্ছে বিধায় এগুলোর নির্মাতা-প্রযোজকরা সংবাদ সম্মেলন করে অনুরোধ জানিয়েছেন, যেন হিন্দি ছবিটি আরও অন্তত দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। সেই অনুরোধ কিছুটা হলেও ফললো। এক সপ্তাহ পিছিয়ে গেল ‘পাঠান’।
‘পাঠান’ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পায় ২৫ জানুয়ারি। যা আয় করে এক হাজার ৫০ কোটি রুপি। এরমধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে ঝড় তুলে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মেও। ছবিটির মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ।
বক্সঅফিসে তিন দিনে রেকর্ড আয় ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান টু’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।