কুয়াকাটায় ব্যবসায়ীকে জিম্মি করে সই করা ৩০ লাখ টাকার একটি চেক হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হালিম আকন রবিবার (৩১ আগস্ট) সকালে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করেছেন।
হালিম আকনের অভিযোগ, শনিবার সন্ধ্যায় পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় তার বাড়িতে ঢুকে নেছার উদ্দিনের নেতৃত্বে একটি চক্র জীবননাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। অনেক অনুনয়-বিনয়ের পর বেসরকারি একটি ব্যাংকের আলীপুর উপশাখার ৩০ লাখ টাকার সই করা চেক দিতে তাকে বাধ্য করা হয়। পরদিন ব্যাংকে লিখিত অভিযোগ দেয়ার পর থেকে তিনি ভীতসন্ত্রস্ত রয়েছেন।
ব্যাংক ব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। তবে গ্রাহক মৌখিকভাবে অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কোনো সেবা চাইলে তারা দিয়ে থাকেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেছার উদ্দিন হাওলাদার জানান, এক বছর আগে তিনি হালিম আকনের বাবা মোস্তফা আকনের কাছ থেকে ১৫ শতক জমি ৩৭ লাখ ৫০ হাজার টাকায় কিনেছিলেন। কিন্তু তাকে দলিল করে না দিয়ে ওই জমি অন্যত্র বিক্রি করে দেন মোস্তফা আকন। ওই টাকা চাইলে মোস্তফা আকন বাড়িতে ডেকে নিয়ে তার ছেলে হালিম আকনের অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ টাকার সই করা একটি চেক দেন।
তিনি আরও জানান, রবিবার ব্যাংকে গিয়ে জানতে পারেন হালিম আকন চেকটি নিয়ে আপত্তিপত্র দিয়েছেন। পরে তার বাবাকে বিষয়টি জানালে তিনি দুটি চেকের মাধ্যমে ২৮ লাখ টাকা বুঝিয়ে দেন। বাকি টাকা জমির মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত হয়। তাকে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার জানান, সঠিকভাবে না জেনে মন্তব্য করা সম্ভব নয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।