জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সিলেট নগরীর সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসাসহ সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেদের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার পর নগরীর কয়েক জায়গায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। একটি বাসার সামনে দেওয়া হয় আগুন। হামলা-ভাঙচুরে ছাত্রদলের নেতাকর্মীরা দেখা যাওয়ার কথা বলেছেন তারা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মদিনা মাকের্টের পাঠানটুলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়, কাছাকাছি সময়ে আম্বরখানা এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং মেজরটিলায় আওয়ামী লীগ সমর্থিত সিটি কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলার পর ভাঙচুর করার খবর পাওয়া যায়।
এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা সাফায়াত খানের বাসাও ভাঙচুর করা হয়।
জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, সাবেক মেয়রের বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকটি মোটরসাইকেলে করে এসে এটি করা হয়েছে। কারা করেছে সেটি তদন্ত করা হচ্ছে।
এদিন সকালে সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিকালে নগরীতে ছাত্রদল নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মিছিল বের করে। পরে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাদের বাসা-বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা এসব হামলার সময় ছাত্রদলের নেতাকর্মীদের অনেককে দেখতে পাওয়ার কথা বলেছেন।
নগরীর পাঠানটুলা এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসাতেও একদল ব্যক্তি হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।
এর আগে, সন্ধ্যার পরপরই সাবেক সংসদ সদস্য নাদেলের বাসায় বেশ কয়েকজন মিছিল নিয়ে ঢুকে পড়েন। এসময় তারা বাসার সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম, আসবাবপত্র ও ল্যাপটপ ভাঙচুর করেন। বাসার সামনে দেওয়া হয় আগুন।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। কারা করেছে সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানরে বাসভবনে হামলা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি।
নগরীর ধোপাদিঘীর পাড়ে মিছিল করার অভিযোগে এখন পর্যন্ত ছাত্রলীগের চার নেতাকে আটক করার তথ্য দিয়ে তিনি বলেন, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।