জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংগঠনটির সাবেক নেতাদের কাতারে মূল মঞ্চে বসেছেন গণফোরামের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া সুলতান মোহাম্মদ মনসুর।
এসময় সাবেক এই ডাকসু ভিপিকে ছাত্রলীগের মনোগ্রামযুক্ত দুটি উত্তরীয় পরিয়ে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় সুলতান মনসুর বলেন, সিলেটে নির্বাচনী জনসমাবেশে মুজিব কোর্ট খুলে নিলেও আজ মনোগ্রামযুক্ত উত্তরীয় পরিয়ে দিয়েছে ছাত্রলীগ।
পরে অনুষ্ঠান মঞ্চে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলে তার পা ছুঁয়ে সালাম করেন সুলতান
সুলতান মোহাম্মদ মনসুর ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের বাইরে গিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে যান।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে উপস্থিত রয়েছেন তিনি। একই মঞ্চে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের অধিকাংশ সভাপতি-সাধারণ সম্পাদক। তবে ২০১৮ সাল পর্যন্ত ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির উপস্থিত থাকলেও পদ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মঞ্চে দেখা যায়নি।
এর আগেই অবশ্য ছাত্রলীগের সূত্রগুলো জানিয়েছিল শোভন-রব্বানী পুনর্মিলনীতে আমন্ত্রণ পাচ্ছেন না।
পুনর্মিলীতে একে একে উপস্থিত ছাত্র নেতাদের সারাদেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণফোরাম থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ সংসদীয় আসন থেকে জয় লাভ করেন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তার দল এবং বিএনপি নেতৃত্বাধীন জোট বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ থেকে বিরত থাকতে বলে। কিন্তু মনসুর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন। তখন তাকে গণফোরাম থেকে তাকে বহিস্কার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।