জুমবাংলা ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ ডিসেম্বর। ৮ ডিসেম্বর সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। একই সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর।
যদিও এর আগে জানানো হয়েছিল, ছাত্রলীগের ৩০তম সম্মেলন হবে ৩ ডিসেম্বর। তবে পরে তা পিছিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালে। একই বছর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে তারা বহিষ্কার হলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে আওয়ামী লীগ সরকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।