ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে রোজা সম্পর্কিত আলোচনাকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বুধবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটানা ঘটেছে। পরে বিকেলে এ ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।

জানা যায়, ‘প্রোডাক্টিভ রমজান’ নামক এক ধরনের আলোচনার স্বার্থে জোহরের নামাজ আদায়ের পর বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে একত্রিত হয়ে আলোচনা করছিলো ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু টাওয়ার কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল হক ও শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদুল সুজন তাদেরকে বের হয়ে যেতে বললে শিক্ষার্থীরা বের হয়ে যেতে গেলে টাওয়ারের গেটে বাইরে থেকে তাদের উপর হামলা করা হয়। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।

মানববন্ধনে ভুক্তভোগী ও আহত শিক্ষার্থী সাফওয়ান বলেন, আমরা রমজান উপলক্ষ্যে নিজেরাই একটা আলোচনা করছিলাম জোহরের নামাজের পর। কিন্তু টাওয়ার কল্যাণ সমিতির সভাপতি এসে আমাদেরকে চলে যেতে বললে আমরা চলে যেতে চাই। কিন্তু গেটের বাইরে গেলে দেখি তারা আমার এক জুনিয়রকে থাপ্পড় মারছে। আমি আটকাতে গেলে আমাকে রাস্তায় ফেলে মারতে থাকে। সত্যি বলতে এতো মারছে যে আমি জানতেও পারিনি আমার আশে পাশে আর কে মার খাচ্ছে। আমি কোনো মতে ঢাকা মেডিকেলের মসজিদে পালিয়ে এসে শুয়ে থাকি। তারা আমার মোবাইলটাও নিয়ে গেছে। তবে আমি কাউকে চিনতে পারিনি।

আইন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সুলাইমান বলেন, ‘প্রোডাক্টিভ রমাদান’ নামক যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে সেখানে আমারও উপস্থিত থাকার কথা ছিল। আমি উপস্থিত থাকলে হয়ত আজ আমিও মেডিকেলে থাকতাম। এই নৃশংস হামলার বিচার চাই। নিজ ক্যাম্পাসে নিরাপত্তা চাই।

২১-২২ সেশনের জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, আমার পকেটের ফোন টাকা পয়সা নিয়ে আমি নিরাপদে আমি ঘুরতে পারছি না। কিছুদিন আগে জগন্নাথ হলের সামনে থেকে আমাদের মোবাইল চুরি হয়ে গেলে আমরা যখন প্রক্টর অফিসে যোগাযোগ করি তখন আমাদেরকে বলা হয় তোমরা রাতে ওখানে কি করতে গিয়েছো। এই হলো আমাদের নিরাপত্তা।

তিনি বলেন, বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে আইন বিভাগের শিক্ষার্থীদেরকে বহিরাগত বলা হয়েছে। আজ নিজের ক্যাম্পাসে নিজেরাই আমরা বহিরাগত। কোনো রাজনৈতিক পরিচয় না থাকার পরেও আমরা হামলার শিকার। এর দায় কে নিবে? আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, রেদওয়ান, শুভ্র, তামিম, আজিদা, কাউসার সানভিয়া,নুয়েল প্রমুখ। এরা প্রত্যেকেই ঢাবির আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

সাংবাদিক সমিতিতে পদ নিয়ে বহিষ্কার ডিআইইউর ১০ শিক্ষার্থী