Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্যাসিনোর মাধ্যমে যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
একই সঙ্গে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। এ অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হলেন সংস্থাটির বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান।
এছাড়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলমের বিরুদ্ধেও দুদক তদন্ত করবে বলে জানিয়েছেন দুদক সচিব দিলওয়ার বখত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।