ছাত্রীকে নিয়ে ভারতে পালাতে গিয়ে ধরা খেলেন গৃহশিক্ষক

গৃহশিক্ষক
ছাত্রীকে নিয়ে ভারতে পালাতে গিয়ে হিলিতে আটক গৃহশিক্ষক ও ছাত্রী। ছবি: সংগৃহীত

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলি সীমান্তে ছাত্রীকে নিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে উজ্জ্বল কুমার নামে এক গৃহশিক্ষককে আটক করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। এ সময় সহযোগী গৃহশিক্ষকের ফুপাতো ভাই চঞ্চল কুমারকেও আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে হিলি সীমান্তের শূন্যরেখার কাছ থেকে তাদের আটক করা হয়।

আটক উজ্জ্বল কুমার ও চঞ্চল কুমার বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। মেয়েটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

হিলি ইমিগ্রেশন থানার ওসি রফিকুজ্জামান জানান, ওই ছাত্রীকে নিয়ে ভারতে অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গৃহশিক্ষক উজ্জ্বল কুমার। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

গৃহশিক্ষক উজ্জ্বল কুমার রায় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর পর তাকে ফুসলিয়ে শনিবার বিকালে ভারতে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

তাদের আটক করে শনিবার রাতেই অভিভাবক ও নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *