জুমবাংলা ডেস্ক: নাটোরের হালতি বিলে নৌকা ভ্রমণের সময় পানিতে পড়ে যাওয়া ছাত্রীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। খবর ইউএনবি’র।

নিখোঁজের দুদিন পর শনিবার সকালে ঘটনাস্থল খোলাবাড়িয়া এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
নিহত মোখলেছুর রাজশাহী নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজের শিক্ষক ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী হালতি বিলে নৌকা ভ্রমণে যান। এ সময় খোলাবাড়িয়া এলাকায় ঢেউয়ের ধাক্কায় প্রাপ্তি সাহা নামে এক শিক্ষার্থী পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান মোখলেছুর। পরে নৌকার মাঝি প্রাপ্তিকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন ওই শিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।