Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ‘তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না’- ছাত্রীকে শিক্ষক
    Bangladesh breaking news বিভাগীয় সংবাদ রংপুর

    ‘তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না’- ছাত্রীকে শিক্ষক

    April 21, 2025Updated:April 21, 20256 Mins Read

    বেরোবি প্রতিনিধি : পরীক্ষায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগের পর এবার নারী শিক্ষার্থীদের যৌন হয়রানীর অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেই শিক্ষক রশীদুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন একই বিভাগের নবম ব্যাচের এক শিক্ষার্থী। ঐ শিক্ষার্থীকে রুমে ডেকে ‘তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না’ এমন অনেক কথা বলেছেন বলে অভিযোগ এই শিক্ষার্থীর। এসব অভিযোগ তোলে একটি ফেসবুক পোস্ট দেন ভুক্তভোগী শিক্ষার্থী। এছাড়া সেই শিক্ষার্থী কিছু স্ক্রিনশট শেয়ার করেন।

    ছাত্রীকে শিক্ষক

    এসব অভিযোগ তুলে নাম পরিচয় গোপন রেখে একটি পেইজ থেকে একটি ফেসবুক পোস্ট দেন ভুক্তভোগী শিক্ষার্থী। স্ক্রিনশটের লেখাগুলোতে দেখা যায়, শিক্ষক রশীদুল ইসলাম বলেন, ‘মিষ্টি মেয়ে একটা!’ উত্তরে ছাত্রী বলেন, ‘থ্যাংক ইউ স্যার, আপনি খুব ভালো মনের মানুষ।’ এবার শিক্ষক বলেন, ‘তোমাকে কী যেন করতে বলেছিলাম?’ ‘শিক্ষার্থী উত্তরে বলেন, ‘বাসায় যেতে! আসলে স্যার আমি কমই বুঝি, আর আপনাকে খুব ভয় পায়’। উত্তরে শিক্ষক ‘হুম’।এবার ছাত্রী বলেন,
    ‘আর আপনার বাসায় গেলে কেউ যদি দেখে ফেলে, কি না কি হবে।’ এরপর শিক্ষক বলেন,’স্টপ ইট, সব জায়গায় সব কথা বলা যায় না,বুঝতে পেরেছ?’

    এছাড়া শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করে ঐ পোস্টে ভুক্তভোগী শিক্ষার্থী লিখেন, ‘আমি পরিসংখ্যান নবম ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আমার ডিপার্টমেন্টের রশীদুল স্যারের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছি। শুরুতেই আমি ডিপার্টমেন্টে তার নজরে আসি আমার মুখের হাসির (উনার ভাষ্যমতে) জন্য। আমার সাথে এভাবেই উনি কমপ্লিমেন্ট দিয়ে কথা বলা শুরু করে। তারপর ইনবক্সে নক দিয়ে নানাভাবে পড়ালেখার খোঁজখবর নেন এবং আমি সরল মনে বিশ্বাস করি আমি অনেক দূর থেকে এসেছি, তাই এভাবে খোঁজ নিচ্ছে। এভাবে কিছুদিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের পিকনিক হয়, সেখানে তার বউয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেন। এরপর একদিন তার বউ আমাকে নক দিয়ে বলেন, আমাদের এলাকায় কী কী খাবার (যেটা ফেমাস) পাওয়া যায়, যেটা উনি খেতে চান আর আমিও বাসায় গিয়ে তাকে দিয়ে আসি (যেহেতু সরাসরি চেয়েছে)। এভাবেই একটা সম্পর্ক তৈরি হয় তার সাথে আমার।’

    ‘এরপর আমি আমার ডিপার্টমেন্টের সিয়ারের সাথে তার রুমে যাই। দু-একবার উনি আমাকে বলেছিলেন ক্লাসের লেকচার না বুঝলে তার কাছ থেকে গিয়ে বুঝায় নিতে। এটাও আমি খুব সরল মনে বিশ্বাস করি কারণ আমার সাথে থাকা বান্ধবীরা প্রায়ই যেত তার কাছে। আমিও তাদের সাথেই যেতাম। এভাবে এভাবে চলতে চলতে উনি ইনবক্সে কথা বলা বাড়িয়ে দেন এবং এক পর্যায়ে আমার শাড়ি পরা ছবি চান। ব্যাপারটা ইমিডিয়েটলি আমি আমার কাছের এক বান্ধবীকে জানাই যে স্যার আমার কাছে এভাবে শাড়ি পরা ছবি চেয়েছে আমি কি দিব? সে আমাকে বলে, স্যার আমার কাছেও চেয়েছিল। আমি স্যারকে বলি, স্যার, আমার শাড়ি পরা কোনো ছবি আপাতত নেই।’

    ছাত্রীকে শিক্ষক

    ছাত্রী আরও লেখেন, ‘কিছুদিন পর আমাদের ভাইবা হয় আর আমি সেখানে শাড়ি পরি। আর এ সময় উনি আমার কাছাকাছি এসে বারবার ছবি তোলেন। বিষয়টা অনেক বেশি অকওয়ার্ড হলেও আমি সবার সামনে কিছু বলতে পারি না। এরপর আমি কিছুটা ইগনোর করা শুরু করলে উনি আমাকে নক দিয়ে ওনার চেম্বারে যেতে বলেন। আমি তখনো ভাবিনি এত এত লোকের ভিড়ে উনি কিছু বলবেন বা কিছু করার সাহস পাবেন। এতটুকু ভরসা নিয়ে আমি তার রুমে যাই। উনি তখন শুরুতে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল শুরু করে বলেন, “তুমি এত দূর থেকে পড়াশোনা করতে এসেছ, কোনোভাবে যদি তোমার রেজাল্ট খারাপ হয় বাবা-মায়ের কাছে কী জবাব দেবে?” এরপর উনি আমাকে বলেন, “তোমার কোনো আইডিয়া আছে একজন ভার্সিটি টিচার সম্পর্কে? তোমার পাস-ফেল সবকিছুই আমার হাতে। আমি যেভাবে বলব, তোমাকে সেভাবেই শুনতে হবে। এভাবে তোমার সিনিয়ররাও পাস করে গেছে।”’

    ‘এভাবে কিছুদিন যাওয়ার পর করোনা চলে আসে। আমিও বাসায় চলে যাই আর আমার আইডি ডিলিট করে দিই। কিছুদিন পর অন্য একটি আইডি খুললে উনি আমাকে খুঁজে খুঁজে আবার রিকোয়েস্ট দেয় আর মেসেজ দিয়ে বলেন, “তুমি কি আমাকে ব্লক করে দিয়েছ?” আমি তাকে বলি, আমার আইডি নষ্ট হয়ে গেছে। পড়ানোর সময় সবকিছু আনসার টেন থাকার কারণে আমি ভাবছি যা হওয়ার হবে, তাই তার সাথে ওই সময় কোনো যোগাযোগ রাখিনি। কিন্তু বিপত্তিটা করোনা-পরবর্তী সময়ে ঘটল।

    ছাত্রী বলেন, ‘ডিপার্টমেন্টে আবার ব্যাক করার পর তিনি তার বউয়ের আইডি থেকে নক করতেন। শুরুতে আমি ব্যাপারটা ধরতে পারিনি। এরপর আমাদের অনার্সের প্রজেক্টের সময় চলে আসে, আমার রোল ডিপার্টমেন্টের অন্য একজন শিক্ষকের আন্ডারে আসে কিন্তু উনি আমাকে ফোর্স করে অ্যাপ্লিকেশন দেওয়ায় তার গ্রুপে আসার জন্য এত কষ্ট করে এতদিন পড়াশোনা করে আসলাম, এখন তিনটা কোর্সে তিনি যেন ফেল করায় দিতে বাধ্য না হন। এসব ভয়ে আমি অ্যাপ্লিকেশন জমা দিয়ে তার গ্রুপে আসি। এভাবে প্রজেক্টের কাজে একদিন আমার বান্ধবীসহ তার রুমে গেলে প্রজেক্ট নিয়ে নানা আলোচনা করার পর তিনি আমার বান্ধবীকে বলেন, “তুমি সিঁড়ির কাছে একটু যাও, তোমার বান্ধবীর সাথে আমার একটু কথা আছে। আমি তো বাঘ না ওকে খেয়ে ফেলব।” পরে উনি সরাসরি আমাকে বলেন, “তুমি কি জানো ক্লাসে যখন পড়াই, আমার পড়ানো থেকে তোমার দিকে মনোযোগ বেশি থাকে? তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।” এর থেকেও আরও অনেক নোংরা নোংরা সেনসিটিভ কথা বলেন তিনি, যা আমি পাবলিকলি বলতে পারব না।

    ‘পরে আমি ওখানে কান্না করে দিলে উনি আমার ফোন নেন এবং লক খুলতে বলেন। তারপর ওনার লিস্টে ঢুকে ওনার চ্যাট ডিলিট করেন আর বলেন, “তুমি এসবের কোনো রেকর্ড রাখো নাই তো?” পরে ওই মুহূর্তে আমার বান্ধবী চলে আসলে আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। এরপর একদম প্রজেক্ট শেষ করে প্রজেক্ট জমা দেওয়ার দিনে আমি যাই। সেদিনও উনি আমাকে একা অপেক্ষা করতে বলেন। আমি আমার বান্ধবীকে বলি যে তুই প্লিজ থাক, আমি একা একা ভয় পাচ্ছি। আমার বান্ধবী বাইরে দাঁড়িয়ে থাকে, উনি কথা বলতে বলতে একসময় এসে আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করেন। তখন আমি তাকে ধাক্কা দিয়ে বের হয়ে আসি।’
    ‘আমি যখন কান্না করতে করতে হলের দিকে যাচ্ছিলাম, তখন আমার এক বান্ধবী আমার দেখা পেয়ে কথা বলে আমার সাথে। আমার কাছে জানতে চায় আমার কী হয়েছে। আমি তার সাথে ভরসা পাই শেয়ার করার। তাই তাকে সব খুলে বলি। আমার সেই বান্ধবী এবং আরো একজন বন্ধু আমাকে সাজেস্ট করে প্রজেক্ট জমা দেওয়ার সময় যে ছবিগুলো তোলা হয়, আমার ফোন থেকে সেগুলো তিনি চাওয়ার জন্য নক দিলে আমি যেন এমনভাবে কথা বলি তার সাথে, যেন তিনি যে আমাকে নোংরা প্রস্তাব দিয়েছেন, তার কোনো প্রমাণ রাখতে পারি। ওদের কথামতো আমি তার সাথে সেভাবেই কথা বলি। আর রাতের মধ্যেই সব কিছু গোছগাছ করে হল ত্যাগ করে বাসায় চলে আসি। নিচে আমার সেই প্রমাণস্বরূপ কনভারসেশন এর স্ক্রিনশট দেওয়া হলো।’

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    পরিশেষে ছাত্রী লিখেন, ‘যেহেতু আমার ফোন নিয়ে তার সাথে আমার সমস্ত কনভারশেসন ডিলিট করে দেয়, সেহেতু আমি তাকে আমার ক্লাসমেট বন্ধুর কথামতো হানি ট্রাপে ফেলে শেষে এই কথাটুকু বের করে সোর্স রেখে দিছি। যে কারণে আমি তার সাথে তাল মিলিয়ে কথা বলতেছিলাম।

    অভিযোগ বিষয়ে জানতে অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে দুই দিন ধরে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব এবং প্রক্টর অধ্যাপক ড. মো ফেরদৌস রহমান বলেন, এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমার পরবর্তী ব্যবস্থা নেব।

    প্রসঙ্গত এর আগে গত ১৭ এপ্রিল অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে নম্বর টেম্পারিং এবং হুমকি দেওয়ার বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘তোমাকে bangladesh, breaking controversial teacher statement news teacher student scandal আমি কন্ট্রোল করতে ছাত্রীকে দেখলে না নারী শিক্ষার্থীদের যৌন হয়রানী নিজেকে পারি প্রভা বিভাগীয় বেরোবি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান শিক্ষক শিক্ষক ছাত্রী ভাইরাল শিক্ষক ছাত্রী সম্পর্ক শিক্ষক বিতর্ক সংবাদ
    Related Posts
    Manikganj

    তীব্র গরমে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ, জনগণের পাশে নেই রাজনৈতিক নেতারা

    May 11, 2025

    জমি নিয়ে বিরোধ: হামলার পর মামলা না করতেও হুমকি

    May 11, 2025
    Ghior thana

    ‘তোমার নাতনি স্কুলে পড়ে, কখন কি হয়ে যাবে বুঝতেও পারবা না’

    May 11, 2025
    সর্বশেষ সংবাদ
    নামাজের সময়সূচি ২০২৫
    নামাজের সময়সূচি : ১২ মে, ২০২৫
    আইপিএল
    ফের শুরু হচ্ছে আইপিএল, ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে বার্তা দিল বিসিসিআই
    আজকের টাকার রেট
    আজকের টাকার রেট : ১২ মে, ২০২৫
    আ-লীগের
    যে আইনে আ.লীগের নিবন্ধন বাতিল করতে পারে ইসি
    পাকিস্তানের
    পাকিস্তানের সিয়ালকোটে ব্যাপক সংঘর্ষ
    ২২ ক্যারেট সোনার দাম
    ২২ ক্যারেট সোনার দাম : প্রতিদিনের আপডেটেড স্বর্ণের বাজার মূল্য
    Dell Inspiron 15 Price in Bangladesh & India with Full Specifications
    Dell Inspiron 15 Price in Bangladesh & India with Full Specifications
    India's War Loss
    India’s War Loss Reaches $83 Billion — What About Pakistan?
    Shamim Osman
    স্ত্রী-সন্তানসহ শামীম ওসমানকে দুদকে তলব
    Realme Pad X Price in Bangladesh & India with Full Specifications
    Realme Pad X Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.