জুমবাংলা ডেস্ক : নওগাঁর রাণীনগরে ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ভাইরাল হওয়া রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে শোকজ করেছে স্কুল ম্যানেজিং কমিটি। তাকে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হওয়ায় স্কুলের সুনাম নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে মঙ্গলবার কমিটির সভাপতি, সদস্য ও অন্য শিক্ষকদের এক বৈঠক শেষে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে শোকজ করা হয়েছে।
অভিযুক্ত সাদেকুল ইসলাম পিটু ওই উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামের আসরত আলী মিনার ছেলে। এ বিষয়ে জানতে তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
শনিবার (১ মে) থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজে একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে সাদেকুল ইসলাম পিটুর অনৈতিক কর্মকাণ্ডের ৫ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও এবং স্ক্রিনশট ভাইরাল হয়। এরপরই এলাকায় তোলপাড় শুরু হয়। ওই স্কুলের অন্য ছাত্রীদের অভিভাবক ও গণ্যমান্যরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে শোকজ করা হয়েছে। তার জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এসব বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনকে জানিয়ে রাখা হয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন গোল্লা বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। জানতে পেরে জরুরি মিটিং ডেকে কমিটির অন্য সদস্য, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছি। এক সপ্তাহের মধ্যে জবাব না পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।