জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের সেই প্রভাষক দুরুল হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুরুল হুদার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ও অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করতে নির্দেশ প্রদান করে উচ্চ আদালত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্কুলের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দুরুল হুদার ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়ায় তাকে গত ২০ অক্টোবর ২০১৯ তারিখ থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবিকা নির্বাহ ভাতা প্রাপ্য হবেন।
স্কুল সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর স্কুলের এক ছাত্রীকে পড়াতে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে দুরুল হুদার বিরুদ্ধে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ২০ অক্টোবর তাকে গ্রেপ্তার করে। ১৫ ডিসেম্বর দুরুল হুদা জামিনে মুক্ত হয়ে কর্মস্থলে যোগ দেন।
জানতে চাইলে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও আইইআর-এর পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী দুরুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ দু’মাস কারাগারে থাকলেও দুরুল হুদার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। পরে হাইকোর্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারির পর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।