ছাত্রী নিপীড়নের ঘটনায় ৫ ছাত্রের ২ দিন করে রিমান্ড

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৭ জুলাই এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আটক ৫ ছাত্রকে ২ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত। একই ঘটনায় হাটহাজারী কলেজের দুই ছাত্রের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

প্রতীকী ছবি

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে হাটহাজারী থানা পুলিশের আবেদন শুনানির পর রিমান্ডের আদেশ দেয়া হয়।

রিমান্ড প্রাপ্তরা হলেন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন এবং দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা ও সাইফুল ইসলাম।

বাসস’র আদালত প্রতিবেদক জানান, হাটাহাজারী থানা পুলিশ চবি ক্যাম্পাসে ১৭ জুলাই রাতে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনায় গ্রেপ্তার ৫ জনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিল। আদালত আজ শুনানি শেষে প্রত্যেককে ২ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হাটহাজারী কলেজের দুই ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার জাবি’র জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থী হলেন : সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা। সাইফুল ইসলামের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি জাবি। সূত্র: বাসস