ছাত্র আন্দোলনে ৪৪ জন পুলিশ সদস্য নিহত, জানাল হেডকোয়ার্টার্স

জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারাদেশে পুলিশের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আাজ নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

নিহত ৪৪ জনের মধ্যে তিনজন পরিদর্শক, ১১ জন উপ-পরিদর্শক, সাত জন অতিরিক্ত উপ পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক, একজন নায়েক এবং ২১ জন কনস্টেবল।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোট ৬৫০ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সংস্থাটি।

এর মধ্যে ৪ অগাস্ট পর্যন্ত চারশোর কাছাকাছি এবং বাকি প্রায় ২৫০ জন পরের দুইদিনে প্রাণ হারিয়েছেন বলে ওই রিপোর্টে বলা হয়।

ঢাকা সিএমএইচে চিকিৎসা নিতে পারবেন আন্দোলনে আহত ছাত্ররা