জুমবাংলা ডেস্ক : বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদবাগানের গুরুত্ব তুলে ধরে সবাইকে ছাদবাগান গড়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বিষমুক্ত খাদ্য উৎপাদন, বায়ুর মান উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করে ছাদবাগান।
রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদবাগানের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদবাগান প্রয়োজন। রাজধানীর ছাদগুলোকে বাগানে পরিণত করতে পারলে মানুষ উপকৃত হবে। এটি কার্বন নিঃসরণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়ুর মান উন্নত করে। ছাদবাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে। ছাদ ভেঙে পড়ার ভয় একটি ভুল ধারণা।
উপদেষ্টা বলেন, ঢাকা শহরের ধুলা এবং বায়ুদূষণ এক বছরে কেউ কমাতে পারবে না। এটি সম্ভবও নয়। কিন্তু বায়ুদূষণ কমানোর বড় উপায় হচ্ছে ধুলাদূষণ কমানো। আমাদের সড়ক বিভাজকগুলো অনাবৃত থাকে। সেখানেও সবুজায়ন অনেক বেশি জরুরি। আমরা আগামী বর্ষা থেকেই এ কার্যক্রম শুরু করব।
ছাদ বাগানে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আমার বাসার ছাদ বাগানে লাউ গাছে সর্বোচ্চ ২১টি লাউ ধরেছে। বেগুন, কাঁচামরিচ অনেক দিন আমাকে কিনে খেতে হয়নি। কৃষি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে মিলে এ বিষয়ে পদক্ষেপ নিলে ভালো ফল আসবে।
তিনি বলেন, আমাদের আশপাশে অধিকাংশ বাসায়ই ছাদে বাগান করার সুযোগ থাকে না। কিন্তু এক চিলতে হলেও বারান্দা থাকে। সে বারান্দায় কাঁচামরিচ, ধনেপাতা, বেগুন উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব। আমার মনে হয়, আপনি যদি বারান্দায় চারটি টবে বেগুন আর কাঁচামরিচ লাগান তাহলে এগুলো আর কিনে খেতে হবে না।
সেমিনারের আয়োজন করেছে সবুজায়ন, ছাদ কৃষি ও সেবামূলক অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ঢাকার শেকড়। সংগঠনটির প্রধান মোতালেব মাশরেকীর সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সদস্য মমিন হোসেন, গ্রিনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ ড. মেহেদী মাসুদ ও ছাদবাগান আন্দোলনের অগ্রসৈনিক গোলাম হায়দার।
সেমিনারে ছাদবাগানিদের পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। সেমিনার শেষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন উপদেষ্টা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.