স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর রোববার (২৮ নভেম্বর) লিগ ওয়ানে সেইন্ট এটিয়েনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।
তবে মাঠের জয় ছাপিয়েও বড় দুঃসংবাদ ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের ইনজুরি। বা পায়ে চোট পেয়ে শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পিএসজির ব্রাজিলিয়ান এই তারকা।
মেসির মতো নেইমারেরও সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ইনজুরিতে পড়ছেন। মাঠেও তেমন জ্বলে উঠতে পারছেন না। কদিন আগে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার দুঃসংবাদ পেলেন তারই ঘনিষ্ঠ বন্ধু নেইমার।
এখন পর্যন্ত খবর, চোটে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট এমনই জানাচ্ছে।
ম্যাচের ৮২তম মিনিটের কথা। স্বাগতিক দলের ডিফেন্ডার ইভান ম্যাকনের ট্যাকল থেকে নিজেকে রক্ষা করতে লাফ দেন নেইমার। তাতে তার বাঁ পা পড়ে ম্যাকনের ডান পায়ের ওপর। আচমকা পা পড়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। সাথে সাথেই গোড়ালি বেঁকে যায় এই ফরোয়ার্ডের।
এরপর মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। পরিস্থিতি খারাপ হওয়ায় মেডিকেল টিম এসে স্ট্রেচারে করে নেইমারকে মাঠের বাইরে নিয়ে যায়। ম্যাচ শেষে পিএসজি ম্যানেজম্যান্ট জানিয়েছে, গোড়ালি মচকে গেছে তার।
ম্যাচ শেষে স্ক্র্যাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়ার সময় নেইমারের মুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল। পিএসজির চিকিৎসকরাও জানিয়েছেন, আগামী দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আজ আরও পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবে চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের রানার্সআপরা।
আরএমসি স্পোর্টের কথা সত্য হলে পিএসজির হয়ে আসন্ন ছয়টি ম্যাচ খেলা হবে না নেইমারের। চলমান মৌসুমে ইতোমধ্যে চোট এবং নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ৯টি ম্যাচ। এবারের মৌসুমে লিগ ওয়ানে ১০ ম্যাচে ৩ গোলের পাশাপাশি করেছেন সমান অ্যাসিস্ট। তবে ইউরোপ সেরা হওয়ার আসর চ্যাম্পিয়নস লিগে কোনো গোল করতে বা করাতে পারেননি ২৯ বছর বয়সী তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।