Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছিল। তখন এএসআই জাহাঙ্গীর তাদের পিছু নেন। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়েছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।