নাজিম হোসাইন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন প্রাকৃতিক দূর্যোগ ‘সিত্রাং’ বিবেচনায় অফিস ব্যতিরেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত সোমবার রাত দশটার দিকে এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জানান। তবে বন্ধের মধ্যেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড চলছে বলে শিক্ষার্থীদের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৌফিক আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অভিযোগ তুলে জানান, প্রাকৃতিক দূর্যোগকে বিবেচনায় এনে ইবি প্রশাসন আজ ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অফিস সমূহ ব্যতিরেকে। অথচ আজ শিক্ষক নিয়োগ বোর্ড চলছে। তাহলে শিক্ষার্থীদের জীবনের কথা বিবেচনা করা হলো আর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং যারা শিক্ষক নিয়োগ প্রত্যাশী তাদের জীবন বিবেচনায় আনা হলোনা কেন! একজন শিক্ষার্থী হিসেবে এই প্রশ্ন রেখে গেলাম!
তিনি আরো জানান, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সিত্রাং এর আওতায় আর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা সিত্রাং এর আওতার বাহিরে এটা কেমন কথা। সরাসরি শিক্ষক নিয়োগ বোর্ড চলবে এ কথা জানিয়ে দিতে পারতো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন “প্রাকৃতিক দূর্যোগ” এ অজুহাতের দরকার ছিলোনা। এসব হাস্যকর এবং প্রশ্নবিদ্ধ এই “ক্লাস-পরীক্ষা” বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।
নিয়োগ কার্যক্রম পরিচালনা এটা অফিসের একটি অংশ বলে জানান শিক্ষকেরা। যেহুতু অফিস ব্যতিরেকে ক্লাস-পরীক্ষা বন্ধ সেহুতু নিয়োগ বোর্ড চলমান এটা কোন সমস্যা না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।