বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার (১১অক্টোবর) জমে উঠেছে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজধানীর মাল্টিপ্লান কম্পিউটার সিটিতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৫ দিনের এই মেলা। বিশ্বের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আয়োজনে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন অফারের পাশাপাশি আকর্ষণীয় উপহার দিচ্ছে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো।
এবারের আয়োজনে সব ধরেনের প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গুলো অংশ নিচ্ছে। নিয়মিত অফারের পাশাপাশি মেলা উপলক্ষে সব প্রতিষ্ঠানই দিচ্ছি বিভিন্ন মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার।
৭৪৬ টি প্রযুক্তি পন্যের প্রতিষ্ঠানের বৃহৎ এ মার্কেটে মেলা উপলক্ষে ক্রেতাদের বিশেষ আগ্রহ থাকে উল্লেখ করে মেলা কর্তৃপক্ষ বলছে, এবারের আয়োজনে ব্যাপক সাড়া পাবেন তারা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে মঙ্গবার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশ ফি ধরা হয়েছে ১০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।