সরকার ঘোষিত ঈদের ৩ দিনের ছুটি বাড়াতে রাজধানীর মিরপুরসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।
শনিবার সকাল ১০টার পর কাফরুল, ভাষাণটেক, মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান বলেন, ১০ দিনের ছুটির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। কাফরুল ও ভাষাণটেক এলাকায় মূলত বেশ কয়েকটি কারাখানার শ্রমিকরা অবস্থান নিয়েছেন। আমরা শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে এবার ঈদে ৩ তিনের ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নিজ নিজ কর্ম এলাকায় সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।