
জুমবাংলা ডেস্ক: ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য শনিবার বিকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করছে পুলিশ প্রশাসন, খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। খবর বাসসের।
পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী বা গণধোলাই দেয়া ফৌজদারী অপরাধ। কারও প্রতি সন্দেহ হলে মারধর না করে পুলিশকে অবহিত করার উচিত।
জনগণকে সচেতন করা মাইকিং এ বলা হচ্ছে, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবে বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে অপরিচিত কাউকে দেখলে আইন হাতে তুলে নিয়ে মারধর না করে পুলিশকে খবর দেয়ার জন্য অথবা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইন হাতে তুলে নেয়ার অপরাধে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বান্দরবান শহরের বালাঘাটা বাজারে গত শুক্রবার ছেলে ধরা সন্দেহে রোকেয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে গণপিটুনী দেয় স্থানীয়রা। গতকাল শনিবার শহরের হাফেজঘোনা এলাকায় মাসুদা (৪১) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্দেহবশত মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ দুই ঘটনায় বান্দরবান জেলা শহরে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হন অভিভাবকরা ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।