ছেলেকে দেখে কেঁদে ফেললেন সোনম, ভাইরাল তারকাপুত্রের প্রথম ছবি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে সোনম কাপুর ও আনন্দ আহুজার প্রথম সন্তানের ছবি। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আনন্দ ও সোনমের প্রথম সন্তানের ছবি। শনিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী সোনম কাপুর। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোনম নিজেই। আনন্দে আত্মহারা দাদু অনিল কাপুর। সোমবার সোশ্যাল মিডিয়ায় সামনে আসে সোনমের বেবি বয়ের প্রথম ছবি। সোনমকে দেখতে আসেন তাঁর মা সুনীতা কাপুর। মায়ের কাছে ছেলেকে দেখাতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সেই ছবিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে সোনমকে দেখা যায় কালো পুলওভারে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী। তাঁকে ধরে রয়েছেন এক মহিলা। সামনে একটি মুভিং বেডে রাখা আছে একরত্তি। তাঁর মুখ দেখতে এসেছেন দিদা সুনীতা কাপুর। সেই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি সোনম। মায়ের ও ছেলের সেই মিলন মুহূর্তে কেঁদে ফেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল ছবি। কাপুর পরিবারে এখন খুশির হাওয়া, শনিবার তাঁরা স্বাগত জানিয়েছেন পরিবারের নতুন সদস্যকে। খুশির মেজাজে দাদু অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করে সেই সুসংবাদ সকলের সঙ্গে শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা।

নয়া বাবা-মা আনন্দ আহুজা ও সোনম কাপুরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নীতু কাপুর, ফারহা খান। শনিবার সোনম একটি কার্ড পোস্ট করেন। সোনমের পোস্ট করা সেই কার্ডে লেখা, ‘২০ অগস্ট আমরা হাত এগিয়ে, হৃদয় মেলে স্বাগত জানাচ্ছি আমাদের আদরের পুত্র সন্তানকে। এই জার্নিতে যে যে ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার আমাদের পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। এটা শুধুমাত্র শুরু তবে আমরা জানি এরপর আমাদের পুরো জীবন পরিবর্তিত হয়ে যাবে। সোনম ও আনন্দ।’

মার্চ মাসের শেষে নিজের প্রেগন্যান্সির কথা সবাইকে জানান সোনম। অসাধারণ বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন হবু মা। সোশ্যাল মিডিয়ায় সোনম লিখেছিলেন, ‘আমরা আমাদের সেরা দিয়ে তোমাকে বড় করে তুলব। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়েদেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না’। সোনমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সেলেব থেকে শুরু করে অনুরাগীরা। সোমবার প্রথমবার প্রকাশ্যে আসে সোনমের বেবি বয়ের ছবি। যদিও মুখ দেখা যায়নি সদ্যোজাতর।

বরুণের সঙ্গে লিভ-ইন, যা বললেন লাবণ্য