আন্তর্জাতিক ডেস্ক : এই সংসারে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হল সন্তানের প্রতি মায়ের স্নেহ, এমনটাই দাবি মনস্তাত্বিকদের। সব মা চান ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। তার জন্য সব করতে পারেন তিনি।
পাইলট হওয়ার স্বপ্ন দেখত ছেলে, সেই স্বপ্ন পূরণ করতে টানা তিন দশক পরিচারিকার কাজ করেন মা। সফল হয়েছে হাড়ভাঙা খাটুনি। ছেলে এখন প্রশিক্ষিত বিমান চালক। ছেলেকে পাইলটের পোশাকে কর্তব্যরত অবস্থায় দেখে আবেগ বিহ্বল হয়ে পড়লেন মা, কান্নায় ভেঙে পড়লেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভিডিওতে দেখা গিয়েছে, বিমানে প্রবেশ করছেন মা। তার টিকিট পরীক্ষা করেন এক বিমানসেবিকা। এর পর আচমকাই একটি ছোট কেবিনের পর্দা সরে যায়। চমকে যান মা। দেখেন ফুলের তোড়া হাতে ছেলে। পরনে পাইলটের পোশাক। বুঝতে বাকি থাকে না, এই যুবকই বিমানের পাইলট। ছেলেকে দেখেই আনন্দাশ্রুতে ভরে ওঠে মায়ের চোখ। ছেলে এসে জড়িয়ে ধরেন মাকে। সেই অপূর্ব আবেগঘন দৃশ্যই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভিডিও সূত্রেই জানা গিয়েছে, ছেলের পাইলট হওয়ার স্বপ্ন সফল করতে, উপযুক্ত শিক্ষার ব্যবস্থার জন্যে গত তিরিশ বছর ধরে পরিচারিকার কাজ করছেন মা। সেই কারণেই পাইলট ছেলেকে কেঁদে ফেলেন তিনি। মা-ছেলের ছবি ও ভিডিও দেখে আবেগপ্রবণ নেটদুনিয়া। এক নেটিজেনের মন্তব্য, ‘এই মায়ের জন্য প্রথম শ্রেণিতে বসার ব্যবস্থা হওয়া উচিত।’ একজন লিখেছেন, ‘অপূর্ব দৃশ্য। ওই হাসিই সব কথা বলে দেয়!’ নেটিজেনরা সকলে একমত, মা-বাবাকে যোগ্য সম্মান দেয়া সন্তানের কর্তব্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।