জুমবাংলা ডেস্ক : ভাণ্ডারিয়ায় মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে ছেলেকে বি ষ পান করিয়ে মাও বিষ পান করেন। পরে দুইজনেই মারা যান।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলবুনিয়া গ্রামের ইজিবাইক চালক রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম (৩৫) এবং তাদের ছেলে গোলবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ফয়সাল হোসেন হৃদয়।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় রাস্তায় খেলছিল। এ সময় তা মা রোজিনা বেগম তাকে ডাক দিয়ে ঘরে আনেন। পরে দরজা বন্ধ করে দুধের সঙ্গে বিষ মিছিয়ে ছেলেকে পান করান। পরে নিজেও বিষ পান করেন। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ছেলে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে পাশের উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুর রহমান সাগর জানান, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোজিনা বেগম মারা যান।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।