জুমবাংলা ডেস্ক: সোহেল তাজ তার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের গায়ে হলুদে পুত্রবধূকে নিয়ে হাজির হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি তার ভেরিফাইড ফেসবুকের পেইজে ছেলের গায়ে হলুদে পুত্রবধূকে নিয়ে তোলা দু’টি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘তুরাজ আর লাবিবার গায়ে হলুদ- ৩ জুলাই ২০১৯।’
সোহেল তাজের একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে দিচ্ছেন ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের সঙ্গে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র ছেলের বিয়ের দাওয়াত দিতে গণভবনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যান। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বিয়ের আমন্ত্রণ কার্ড তুলে দেন সোহেল তাজ।
এর আগে ছেলের বিয়ের কার্ড দিতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দলের সভাপতির কার্যালয়ে সোমবার রাত ৯টার দিকে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।