ছেলের জন্য জ্বর-দুর্বলতা নিয়েই হাসপাতাল ছাড়লেন শাবনূর

বিনোদন ডেস্ক: গত ২৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় সিডনির একটি হাসপাতালে যান চিত্রনায়িকা শাবনূর। পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে গেলেও সেখানে ক’রোনা পরীক্ষার পর ক’রোনা পজিটি’ভ রিপোর্ট পান। সেখানেই চিকিৎসা চলছিল তার। এখনও কাশি আছে। শরীরে হঠাৎ হঠাৎ জ্বরও আসছে। শরীরও ভীষণ দুর্বল।

তার পরও ছেলের জন্য হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে হয়েছে শাবনূরকে। কারণ একমাত্র ছেলে আইজান নেহানও ক’রোনায় আক্রান্ত। বাসায় অসুস্থ ছেলেকে একা রেখে হাসপাতালে মন টিকছিল না তার। তাই অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন শাবনূর।

সূত্র জানিয়েছে, ছেলের ক’রোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদগ্রীব হয়ে আছেন শাবনূর। গত ২৯ ডিসেম্বর ছিল আইজানের জন্মদিন। ওই সময় হাসপাতালে থাকায় ছেলের কাছে থাকতে পারেননি তিনি। এ নিয়েই মন খারাপ ছিল তার। এখন ছেলের ক’রোনা হওয়ার খবর শুনে তিনি বেশ ভেঙে পড়েছেন।

হাসপাতাল থেকে বাসায় ফেরার পর শাবনূর গণমাধ্যমকে বলেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উপসর্গই এখনো পুরো শেষ হয়নি। খাওয়াদাওয়ায় অরুচিও আছে। হাসপাতালে থাকলে হয়তো এই কয় দিনে আরও উন্নতি হতো। কিন্তু অসুস্থ ছেলেকে বাসায় একা রেখে হাসাপাতালে থাকতে পারলাম না। বাসায় এসে মা–ছেলে দুজন দুই রুমে আইসোলেশনে আছি। কারণ আইজানের সমস্যাটা একটু কম। শান্তি লাগছে, ছেলেটা চোখের সামনেই আছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূর লিখেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি ক’রোনাভাই’রাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার এক দিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ক’রোনা ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’

পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগে গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। ক’রোনাসহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি ক’রোনায় আক্রান্ত। হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তার পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হন।

পরিবার নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি নিয়মিত বাংলাদেশে যাওয়া-আসা করেন।

আইসোলেশনে শাবনূরের ছেলে আইজান, দুঃসংবাদ দিলেন নায়িকা নিজেই