রাজের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন পরীমনি

বিনোদন ডেস্ক: ছেলে সন্তানের জন্ম দেওয়ার পরদিনই তাকে প্রকাশ্যে এনে নাম জানালেন নায়িকা পরীমনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। গতকাল সন্ধ্যায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

আজ সকালে ছেলের ছবি প্রকাশ করেছেন পরীমনি। ছেলেকে বুকে নিয়ে ছবি তুলে নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করে আলোচিত এই নায়িকা লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও ♥️ অভিনন্দন তোমাকে।🌹🤗 আমাদের রাজপুত্র’।

মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার অভিজিৎ রায়।

বাবা হওয়ার পর গতকাল নায়ক রাজ এক ফেইসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ … ইটস আ বেবি বয়।”

পরীমনি আগেই ঠিক করে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন রানী, আর রাজের সঙ্গে মিলিয়ে ছেলে নাম রাখবেন রাজ্য। গত বছর গিয়াস উদ্দিন সেলিম নির্মিত গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় প্রণয়ে গড়ায়।